রবিউল হোসাইন সবুজঃ
রোমান সম্রাটরা এই মাসকে প্রাচুর্য এবং ক্ষমতার প্রতীক হিসাবে মূল্যায়ন করতো। অক্টোবরের রঙ সাদা এবং হলুদ। সাদা সততা, বিশুদ্ধতা এবং হলুদ বন্ধুত্ব, ভালবাসার প্রতীক। অক্টোবরের ফুল ম্যারিগোল্ড বা গাঁদা ফুল। গাঁদা ফুলের রঙও হলুদ। অক্টোবর মাসের ‘১০’ তম সংখ্যা। ১০ হচ্ছে দশমিক এবং সংখ্যা পদ্ধতির ভিত্তি। বাইবেল অনুযায়ী ১০ হচ্ছে কুমারী সংখ্যা। দার্শনিক পীথাগোরাস কোনো প্রার্থনা করার সময় ‘তেত্রাক্টিস’ আর্চনা করতেন। ‘তেত্রাক্টিস’ হচ্ছে ১+২+৩+৪=১০। অক্টোবর মাসে যারা জন্মগ্রহণ করে তাদের মন মনোমুগ্ধকর, রোমান্টিক এবং সহজাত দক্ষতা সম্পন্ন হয়। এইজন্য সহজেই তারা অন্য কারো প্রিয় মানুষ হয়ে যায়। এই মাসে জন্ম নেওয়া মানুষগুলো সত্যের প্রতি অবিচল থাকে। তাই এরা মানুষের পিছন থেকে পরনিন্দা করে না, সামনা-সামনি সত্য বলতে ভালবাসে। মিথ্যা আর জালিয়াতি বুঝতে পারার জন্য এদের ষষ্ঠ ঈন্দ্রীয় খুব দ্রুত কাজ করে। অক্টোবরে জন্ম নেওয়া মানুষগুলো খুব বুদ্ধিমান হয়ে থাকে। যে কোনো সমস্যার সমাধান তারা সহজেই খুঁজে বের করতে পারে। কিন্তু সমাধান প্রয়োগে আলসেমি স্বভাব কাজ করে। অক্টোবর মাসে জন্ম নেওয়া মানুষেরা খুব আশাবাদী স্বভাবের হয়। যে কোনো বিষয়ে তাদের চিন্তাভাবনা পজেটিভ ভাবাপন্ন হয়। আর একটি কথা মনে প্রাণে বিশ্বাস করে ‘নেভার গিভ আপ’। এই মাসে জন্ম নেওয়া মানুষগুলো সহজেই হতাশাগ্রস্থ হয়ে পড়ে। কারণ তারা নিজের নামে অন্যের সমালোচনা শুনতে একদমই পছন্দ করে না। এরা সহজেই রাগান্বিত বা ক্ষুব্ধ হয়ে যায়। কারণ তারা অন্য মানুষদের খারাপ ব্যবহার কিছুতেই সহ্য করতে পারে না। অক্টোবরে জন্ম নেওয়া মানুষগুলো সহজে রাগান্বিত হলেও এরা রাগকে কন্ট্রোল করতে পারে। রগটচা স্বভাবের জন্য অনেকসময় কাছের মানুষদের সাথে খারাপ ব্যবহার করে। আবার সহজেই তাদেরকে কাছে টেনে আনার ক্ষমতা রাখে। এই মাসে জন্ম নেওয়া মানুষগুলো ব্যক্তিগত মতামতকে বেশী প্রাধান্য দেয়। ফলে যে কোনো সিদ্ধান্তে পৌছাতে ভুল হওয়ার সম্ভাবনা মাত্রাধিক হয়। এরা সহজেই মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে পারে। আর তাদের কথার দ্বারা সহজেই মানুষকে প্রভাবিত করতে পারে। নিজস্ব অর্থের পরিমাণ যাই হোক না কেন এরা টাকা-পয়সা দু’হাতে খরচ করতে খুব ভালবাসে। (অপচয়) অক্টোবরে জন্ম নেওয়া মানুষগুলো অসম্ভব সাইকেডেলিক শক্তি নিয়ে জন্মগ্রহণ করে। এরা চ্যালেঞ্জ নিতে ভালবাসে। এরা মানুষের সাথে প্রতিযোগিতা করে বেঁচে থাকার মানুষ। এই মাসে জন্ম নেওয়া মানুষদের দেখলে আপনার মনে হবে অনেক মুডি স্বভাবের। কিন্তু তাদের স্বভাব খুবই বন্ধুত্বপূর্ণ। “Ah, Lovely October, as you usher in the season that awakens my soul, your awesome beauty compels my spirit to soar like a leaf caught in an autumn breeze and my heart to sing like a heavenly choir.”
আরো পড়ুন: