মহেশপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
১২ই মে আনুমানিক দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নোয়ানী পাড়ার মোড় থেকে দুই কেজি গাঁজাসহ আশিক হোসেন(১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।মহেশপুর থানার ওসি রাশেদুল আলমের দিক নির্দেশনায় এ এস আই সিরাজুল ইসলাম ও এ এস আই সালাউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাচ্ছে,এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সোর্স সাথে নিয়ে উপজেলার নোয়ানীপাড়ার বটতলা মোড় থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ তাকে আটক করেন।আটককৃত আশিক হোসেন উপজেলার কাজিরবেড় ইউপির রায়পুর ছয় ঘড়িয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন: