কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না-স্বরাষ্ট্রমন্ত্রী
সালে আহমেদ,ডেমরা,ঢাকাঃ
ডেমরা থানা নতুুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (০৫ মে) বিকাল সাড়ে ৪ টায় উক্ত থানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
থানা সূত্রে জানা গেছে, দেশব্যাপি ১০১ জরাজীর্ণ থানা ভবন নির্মাণ প্রকল্পের অধীনে ডিএমপির উদ্যোগে ডেমরা থানা ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে।
আজ রবিবার বিকেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ভবন ভিত্তি প্রস্তর স্থাপন শেষে থানা কমপ্লেক্স চত্বরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিএমপি কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -০৫ আসনের সংসদ আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, পুলিশের আইজি ড.জাবেদ পাটোওয়ারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম খান মাসুদ, ডিসি ওয়ারী জোনের ফরিদ উদ্দিন, এডিসি ইফতেখায়রুল ইসলাম, এসি রবিউল ইসলাম, ডেমরা থানা ওসি সিদ্দিকুর রহমান, অপারেশন অফিসার নুরে আলম, তদন্ত ওসি মোঃ সেলিম, ডিএসসির নবনির্বাচিত কাউন্সিলররা।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশনেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি, দেশব্যাপী জরাজীর্ণ থানা গুলোকে সংস্কার করা হচ্ছে। মাদক বিরোধী সভায় তিনি বলেন, মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা সমাজের শত্রু, এদের সম্পর্কে পুলিশকে অবহিত করুন। কেউ যদি মাদক ছেড়ে ভালে হতে চায় তাকে সুযোগ দেওয়া হবে। দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চলছে এবং চলবে।
বিশেষ অতিথির বক্তব্যে আইজি জাবেদ পাটোয়ারী বলেন,পরিবার হচ্ছে সন্তানের সুষ্ঠ ভাবে বিকাশের একমাত্র মাধ্যম তাই সন্তানকে সঠিকভাবে পরিচালিত করতে তাদের প্রতি দৃষ্টিগোচর করার আহ্বান জানান।