
সভা বাতিল মোদীর
- প্রথম টার্গেট ওডিশা, তারপরই বাংলা। ঘূর্ণিঝড় ‘ফণী’ আতঙ্কে কাঁপছে দুই রাজ্য।
- বিশেষ করে কলকাতায় ৮০-১০০ কিমি বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
- এই অবস্থায় বাংলায় বাতিল করা হল প্রধানমন্ত্রী মোদীর সভা। আগামী শনিবার হলদিয়াতে মোদীর সভা ছিল। সেই সভাই বাতিল করা হল।
বিবিসি বার্তা ডেস্ক: প্রথম টার্গেট ওডিশা, তারপরই বাংলা। ঘূর্ণিঝড় ‘ফণী’ আতঙ্কে কাঁপছে দুই রাজ্য। বিশেষ করে কলকাতায় ৮০-১০০ কিমি বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বাংলায় বাতিল করা হল প্রধানমন্ত্রী মোদীর সভা। আগামী শনিবার হলদিয়াতে মোদীর সভা ছিল। সেই সভাই বাতিল করা হল।
কাথি এবং তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের সমর্থনে আগামী শনিবার সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু সেই সময়ই এরাজ্যে ‘ফণীর’ তাণ্ডব চালানোর পূর্বাভাস রয়েছে। তাই সমস্ত দিক বিবেচনা করেই সভা বাতিল করা হয়েছে।উল্লেখ্য, মোদীর সভার প্রস্তুতি উপলক্ষ্যে হলদিয়াতে এক সাংবাদিক সন্মেলন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বপ্রিয় চৌধুরী। তাঁর কথায়, ‘মোদীর সভাতে গোলমালের চেষ্টা হলে মোকাবিলা করবে মানুষ। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে । প্যান্ডেল বাঁধার কাজ শুরুর পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে এস পিজি’র প্রতিনিধি দল।’
রাজ্য বিজেপির পরিচিত মুখ বিশ্বপ্রিয় চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর সভা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। সভায় যদি কেউ আঘাত হানার চেষ্টা করেন তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্রের নিয়মে প্রত্যাঘাত হবে।’ তিনি জানিয়েছেন, শনিবারের পরিবর্তে রবিবার এই সভা করা হতে পারে। তবে এখনও কিছু চূড়ান্ত নয়।