এই ক্ষণ, প্রতিক্ষণ-
রিমি বেঁচে থেকো আজীবন।
নিঃশ্বাসে বিশ্বাসে ! জন্মদিনের শুভেচ্ছা।
🌹 শুভ জন্মদিন রিমি আপু 🌹
সবুজ ফসলের মাঠে আজ দেখলাম কৃষকের অমিলন হাসি। সেই খুশিতে পাড়ায় পাড়ায় ধুম পড়েছে নব খুশির মহা উৎসব। জেলে পাড়ায় চলছে মন মাতানো খুশির রঙিন নৃত্য। কারন জেলে পাড়া আজ ভরে গেছে কর্ণফুলির মাছে মাছে। পাহাড়চূড়ার রঙিন ফুলগুলো আজ আনন্দে দুলছে আর কথা বলছে। বনের পাখিরা আজ মন খুলে গান গাইছে আর এ ডাল থেকে ঐ ডালে মনের খুশিতে লাফিয়ে বেড়াচ্ছে। প্রকৃতি ও আজ যেন বসন্তের সাজে নিজেকে সাজিয়েছে বাসন্তী রঙে !!
বিমুগ্ধ হয়ে অবাক দৃষ্টিতে আমি- কৃষক, জেলে, ফুল, পাখি এবং প্রকৃতির কাছে জানতে চেয়েছি যে আজ বসুন্ধরার বুকে কি এমন ঘটলো? উত্তরে ওরা আমায় বললো তুমি কেন এত বোকা? তুমি কি জাননা যে আজ চট্টগ্রামের নক্ষত্র, অত্যান্ত ভালো মনের অধিকারিনী, মাটি ও মানুষের ভরসা এবং life is nice- গ্রুপের একজন জননন্দিত সদস্যা Soheli Rimi-র জন্মদিন !!!
নিয়মিত জায়গা জমির খাজনা প্রদান করুন,
দেশকে এগিয়ে নিতে একে অন্যের হাত ধরুন !!!
—————- ধন্যবাদান্তে, ভাইজান🌹
আরো পড়ুন: