লালমাইয়ে হরিশ্চর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি দোকানে জরিমানা!
মোঃ সানা উল্লাহ্ (খাঁন)
কুমিল্লা জেলার লালমাই উপজেলার (৩০)জুলাই রোজ মোঙ্গলবার হরিশ্চর বাজারে লালমাই উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
এই উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে হরিশ্চর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লালমাই কে. এম. ইয়াসির আরাফাত।
এই সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ টি, এর মধ্যো দুইটি ফার্মেসি ও হোটেলে তাজ,(৫০০০) হাজার টাকা হোটেল আমানিয়া (৩০০০) টাকা সহ ১জন প্রকাশ্য ধুমপানকারীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
অভিযান শেষে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, তিনি আরো বলেনঃ–
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তদারকির অংশ হিসেবে হরিশ্চর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন ।
উপজেলা নির্বাহী অফিসার লালমাই ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. ই্য়াসির আরাফাত।
জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।