এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘুমিয়ে থাকা মা আকলিমা বেগমকে (৫৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক ছেলে রকিবুল ইসলামকে (২৫) আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও জব্দ করা হয়।
বুধবার (১ মার্চ) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত আকলিমা বেগম পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুর রাশিদের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান।তিনি জানান, আকলিমা বেগম নিজ বসত ঘরে ঘুমাচ্ছিলেন। এসময় ছেলে রকিবুল ইসলাম হঠাৎ কুড়াল নিয়ে ঘরে ঢুকে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এসময় আকলিমার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি আরও বলেন,এ ঘটনায় ঘাতক ছেলে রকিবুল ইসলামকে আটক করা হয়েছে। তবে সে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।