মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ”তোমার চেতনায় শানিত দৃঢ় মনোবল, স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য আজও লড়ছি কেবল” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০মে) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় দাউদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক এড. হেলাল উদ্দিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক এড.মাহফুজুর রহমান হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, আশরাফুল হক রিপন, এড.গুলজার হোসেন, আব্দুল আজিজ, আব্বাস উদ্দিন ভূইয়া, শফিকুল ইসলাম ভূইয়া বাবুল ভেন্ডার, মিয়া কাজি, নুরন্নবী ভূইয়া, সফিকুল ইসলাম, মজিবুর রহমান, রফিকুল ইসলামসহ রূপগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংঘঠনের নেতাকমর্ীরা।
এসময় উপজেলা বিএনপির আহব্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, এই দিনে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেশি-বিদেশি চক্রান্তে নিহত হয়েছিলেন। যিনি আমাদের জাতীয় ইতিহাসের নানা ক্রান্তিলগ্নে নিজের জীবনকে বাজি রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বীর দর্পে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন। তাই আমরা শহিদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি।