মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
রাজধানীর উত্তরায় ডিবির ৩ভুয়া সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ । আটক কৃতরা হলেন, মো. ইয়াসিন খন্দরকার (৩৩), ইব্রাহিম (৪৪) ও মূসা খান (৪৪) । গ্রেফতারকৃতরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন রকম অপরাধ মুলক কর্মকা- করত বলে জানাযায় । উত্তরা ১১নং সেক্টরের ১৫নং সড়কের ৭২নং ভবনের একটি ফ্ল্যাট থেকে শুক্রবার (২৪ মে) বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, দুটি নকল পিস্তল ও পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত ইয়াসিন, কুমিল্লা জেলার, নাঙ্গলকোট থানার, পাইকোট এলাকার মোস্তফা খন্দকারের ছেলে, ইব্রাহিম, ফেনী জেলার, পশুরাম থানার, উত্তর কাউতলী এলাকার মৃত দুদু মিয়ার ছেলে এবং মূসা, পটুয়াখালী জেলা সদরের, খলিসাখালি এলাকার হারুণ মিয়ার ছেলে । তারা সবাই উত্তরা ১১নম্বর সেক্টরের ওই বাড়িতে ভাড়া থাকত। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বাড়িতে অভিযান তালিয়ে অস্ত্রগুলিসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে । তারা ঈদকে সামনে রেখে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল ।
আরো পড়ুন: