তানভির রেজা
পথের ধারে অনাদরে,
কাঁদছি আমি মা।
আমার দিকে মায়ার চোখে,
একটু তাকাও না।
তুমি তো মা দয়ার সাগর,
মায়ায় ভরা তোমার অন্তর,
সে মায়াতে মাগো,
একটু আমায় জড়াও না।
পথের ধারে অনাদরে,
কাদঁছি আমি মা।
পিতা-মাতা নাইকো আমার,
ডাস্টবিন এখন আমার এ ঘর,
এ ঘরে তে মাগো,
আমার ঘুম যে আসে না,
পথের ধারে অনাদরে,
কাঁদছি আমি মা।
সবাই বলে অনাথ আমায়,
ছোট বলে আমি অসহায়,
তাই বুঝি কেউ আদর করে
মাগো কোলেতে নেয় না,
পথের ধারে অনাদরে,
কাদঁছি আমি মা।
আরো পড়ুন: