বাগমারা বাজারে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি
মোঃ ইকবাল হোসাইন
লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজারে পল্লি বিদ্যুৎ অফিসের সামনে যাত্রী চাউনি সংলগ্ন জসিমের চাকা রিপেয়ার(ব্যাটারি) দোকান,নজরুলের ফার্নিচার সহ আরো একটি ওয়ার্কশপ এবং ফার্নিচার দোকান সোমবার ভোর আনুমানিক তিনটায় আগুন লাগে। আগুনে পুড়ে প্রায় ৭০-৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার কারন এখনো নিশ্চিত হওয়া যায়নি,তবে বৈদ্যুতিক সর্টসার্কিট হতে আগুনের লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। লালমাই উপজেলা ক্লাবের নির্বাহি সদস্য এ বি অনিক অভিযোগ করে বলেন, ঘটনার প্রথমেই কল করলাম সদর দক্ষিন ফায়ার সার্ভিসকে, ওরা বলে লাকসাম কে কল দেন আমাদের দেরি হবে। লাকসাম ফায়ার সার্ভিসের লোক আসল ঠিকি কিন্তু তাদের ট্যাংক এ নাকি পানি রিজার্ভ নাই। আসল পরে বরুরা ফায়ার সার্ভিস, পরে সদর দক্ষিন ফায়ার সার্ভিস,এই হচ্চে আমাদের অবস্থা,থানার আগে যে ফায়ার সার্ভিসের প্রয়োজন তা এখন মানুষ হারে হারে টের পাচ্ছে উপজেলাবাসী। স্থানিয় জনগন অতিদ্রুত লালমাই উপজেলার ফায়ার সার্ভিস স্টেশান স্থাপনের দাবি জানিয়েছেন।
আরো পড়ুন: