”৫৭০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের টাকা সহ ০৩ মাদক ব্যবসায়ী আটক”
১৬/০৫/২০১৯ খ্রিঃ তারিখ ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম শেখ এর নেতৃত্বে এসআই/ মোঃ মিজানুর রহমান ও এএসআই/ মোঃ তারেক আজিজ সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে রাত্র ০২.৩০ ঘটিকায় দক্ষিণ শিয়াচর এলাকা হতে ৫৭০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত ৩,৭০০/- টাকা সহ মাদক ব্যবসায়ী ১। শামীম (২৫), পিতা- মৃত শুক্কুর আলী, সাং- দক্ষিণ শিয়াচর লালখা, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, ২। বাবু (২৫), পিতা- গিয়াস উদ্দিন, সাং- রামারবাগ টিটু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ৩। হৃদয় (২১), পিতা- বোরহান উদ্দিন, সাং- দক্ষিণ শিয়াচর বটতলা রেল লাইন, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জদের গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ফতুল্লা মডেল থানায় রুজুকৃত চুরি মামলা নং- ৫৯(০৫)১৯ এর চোরাই ৮৯,০০০/- টাকা সহ এজাহারনামীয় ১নং আসামীমোঃ সুজন সরদার (৩২), পিতা- মোঃ লিয়াকত আলী সরদার স্থায়ী : সাং- চরদৌলদীয়া, , উপজেলা/থানা- পাংশা, রাজবাড়ী, বাংলাদেশ বর্তমান : গ্রাম- শেখেরটেক (মোাজম্মেলের রিক্সার গ্যারেজ) , উপজেলা/থানা- আদাবর, ঢাকা’কে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিএসআই/ মিজানুর রহমান-২।
ফতুল্লা মডেল থানার মুক্তিপনের জন্য অপহরণ মামলা নং- ৬২(০৫)১৯ এর অপহৃত ভিকটিম এবং ভিকটিমের ব্যবহৃত টয়োটা এফ প্রিমিও গাড়ী মূল্য অনুমান ২৭,০০,০০০/- টাকা নারায়ণগঞ্জ কোর্ট এলাকা হতে উদ্ধার করেন তদন্তকারী কর্মকর্তা পিএসআই/ মোঃ আমিনুল ইসলাম।