September 24, 2021, 6:56 am

#

২৬ হাজার টাকার ব্রেকফাস্ট খেয়ে তদন্তের মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।

 ডিজিটাল ডেস্ক: ভরপেট প্রাতঃরাশ সেরেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী (Finland Prime Minister) সানা মেরিন। বিল হয়েছে ২৬ হাজার! আর সেই বিল তিনি মিটিয়েছেন জনগণের করে টাকায়। যা নিয়ে হইহই কাণ্ড দেশে। নিজের খাওয়াদাওয়ার খরচও জনগণের করের টাকায় মেটানোয় এবার তদন্তের মুখে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, প্রতিদিনের প্রাতঃরাশ বাবদ প্রায় ২৬ হাজার টাকা জনগণের কর থেকে ঘরে তুলছিলেন সানা মেরিন। সম্পূর্ণ আইনবিরুদ্ধ এই কাজের জন্য প্রধানমন্ত্রীর উপর খড়গহস্ত সে দেশের আইন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্রধানমন্ত্রীর খাওয়াদাওয়ার খরচ জনগণের করের টাকা থেকে কাটবে, এমন কোথাও উল্লেখ নেই। তাই তদন্ত হলে বিপাকে পড়তে পারেন সানা। যদিও প্রধানমন্ত্রীর দাবি, দেশের পূর্ব প্রধানমন্ত্রীরাও নাকি এই একই সুবিধা ভোগ করে এসেছেন। পাশাপাশি, সানার আরও দাবি, সরকারি আধিকারিকদের সিদ্ধান্তেই ব্রেকফাস্টের খরচ সরকারি কোষাগার থেকেই মেটানো হয়। তবে তদন্তের জন্য প্রস্তুত সানা। তিনি জানিয়েছেন, দোষী প্রমানিত হলে আগামী দিনে তিনি প্রাতঃরাশের টাকা সরকারি কোষাগার থেকে আর নেবেন না। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ সানা মেরিন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর স্বচ্ছ ভাবমূর্তি নজর কেড়েছিল গোটা বিশ্বের। করোনা পরিস্থিতি সামাল দেওয়ায় তাঁর ভূমিকাও বহুল চর্চিত ছিল। ইউরোপে তিনি অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে অল্প দিনের মধ্যেই শিরোনামে চলে এসেছিলেন। কিন্তু প্রাতঃরাশ বিতর্ক ফের সানাকে টেনে আনল খবরের প্রথম পাতায়। যদিও এবার প্রাতঃরাশ বিতর্কে নষ্ট হল তাঁর এই স্বচ্ছ ভাবমূর্তি।এদিকে, আগামী ১৩ জুন থেকে শুরু হচ্ছে ফিনল্যান্ডের লোকাল বডি ইলেকশন। নির্বাচনের আগে সানার এই প্রাতঃরাশ বিতর্ক ভোটারদের মধ্যে ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে বেশ বিপাকে ৩৫ বছরের এই তরুণী প্রধানমন্ত্রী।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০