হোমনায় দুগ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধ-১,অাশংকাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
কুমিল্লার হোমনা দুলালপুর ইউনিয়নের মিঠাই ভাঙ্গা গ্রামে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ ভোরে দু গ্রুপের সংঘর্ষে একজন টেটাবিদ্ধ হয়।গুরুতর আহত মো. তসু মিয়া(৪৫) মিঠাই ভাঙ্গা গ্রামের মৃত গফুর উদ্দিনের ছেলে। তাকে অাজ ভোরে হোমনা সরকারি হাসপালে নিয়ে আসে। আহত ব্যাক্তির হাতে ৩টি,পায়ে ২টি দেশী টেটা বিদ্ব ছিল। পরে রোগীর আবস্হা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ডা: শাহিদা সিকদার ঢাকা মেডিকেলে স্হানান্তর করেন।
হোমনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডাঃ শাহিদা বিষয় টি নিশ্চিত করেন।থানায় মামলার প্রস্তুতি চলছে।এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।