হামলার স্বীকার ভাওয়াল কলেজের ছাত্রী মাহীনূর মাহি
আবদুর রহিম হাওলাদারঃ
আব্দুর রহিম হাওলাদার, গাজীপুর থেকে: গাজীপুর ভাওয়াল কলেজের সামনে ঘাতকের হাতে হামলার স্বীকার হয়েছে ভাওয়াল কলেজের ছাত্রী, কবি ও সংগঠক মাহীনূর মাহি। গত রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সেদিন কলেজে ১৫-১৬ ব্যচের বিদায় অনুষ্ঠান শেষে মাহী ও তার বান্ধবীরা কয়েকজন মিলে বাড়ি যাবার উদ্দেশ্যে রওয়ানা হলে, পূর্ব পরিকল্পিত একটি কালো গ্লাসের একটি প্রাইভেটকার রাস্তা অবরোধ করে এবং তার সাথে থাকা দুটি মেয়েকে ধাক্কা মেরে মাহীকে পেছন থেকে মুখ চেপে ধরে গাড়িতে তোলার চেষ্টা করে।
এসময় প্রায় কয়েক মিনিট দস্তাদস্তি করার পরে গাড়িতে উঠাতে না পেরে মানুষের সমাগম লক্ষ করে দূবৃত্তরা চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে চলে যায়। এতে ঘটনাস্থলে রক্তাত অবস্থায় মাহিকে তার সাথে থাকা বান্দবী ও পথচারীরা গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার দুপুরে অপহরণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আটক ও উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছে ভুক্তভোগী ওই ছাত্রীর বিভাগের সহপাঠী ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা।
পারিবারিক পূর্বশত্রুতাকে কেন্দ্র করে এই ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত কয়েকজনের নামে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।
আরো পড়ুন: