হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ আগুন
মোঃ আবু রায়হান (চাঁদপুর জেলা প্রতিনিধি)
গতকাল ০৩/০৭/২০১৯ইং রোজ বুধবার চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানার মাড়কী বকশো মজুমদার বাড়ী গ্রামে বেলা সকাল ১০:০০ ঘটিকার সময় হঠাৎ করে একটি ঘরে আগুনের সুত্রপাত ঘটে।
আগুনের ভয়াবহতা টের পেয়ে মহল্লার মহিলারা সকলে মিলে চিৎকার করতে থাকে। তাঁদের চিৎকার সুনে সে গ্রাম সহ আসে পাশের গ্রামের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও আগুনের ভয়াবহতা বিকট আকার ধারন করলে প্রাথমিক ভাবে ব্যার্থ হয়। পরে সকলের পচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসলে হাজিগঞ্জ থানা ফায়ার সার্ভিচ এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে।
ঘটনার পরাক্রমে দেখা যায় পাঁচটি বসতঘর সহ তিনটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়াও আসে পাসের ঘরগুলোতেও আগুনের তাপে ক্ষতিগ্রস্থ হয়।
নীড় হারা ব্যাক্তিরা হচ্ছেনঃ-
১/ মোঃ আবুল বাশার, পিতা- মোঃ আমজাদ হোসেন।
২/ মোঃ বিরাম খাঁ, পিতা- মোঃ আঃ সামাদ।
৩/মোঃ সফিক হোসেন, পিতা- মোঃ আঃ সামাদ।
৪/মোঃ শাহজাহান, পিতা- মোঃ রহিম বাদশা।
৫/মোঃ কবির হোসেন, পিতা-মোঃ রহিম বাদশা।
এরা ছাড়াও আসে পাশের কয়েকজনের ঘর সাময়িক ক্ষতিগ্রস্থ ও দগ্ধ হয়।
এলাকাবাসীও ভোক্তভোগীরা জানান, (বিদ্যুৎ এর মেইন তার) থেকে আগুনের সুত্রপাত ঘটে।
যা ঘনবসতির কারণে দ্রুত চারদিকে ছড়িয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা আর্থসামাজিক ভাবে খুবই দুর্বল কেউ দিনমজুর কেউ বা খেটে খাওয়া কৃষক।
তাঁদের প্রানের দাবী সরকার সহ সকলে যেন তাঁদের সাহায্যর জন্য এগিয়ে আসে।
আরো পড়ুন: