হবিগঞ্জে নিথর হয়ে পড়ে আছে আমাদের
লাল সবুজের স্বাধীন বাংলাদেশ।
শের ই গুল
বয়স কত হবে?
চৌদ্দ-পনের??
অথচ এর মধ্যেই তাকে দুই দুইবার গণধর্ষণের শিকার হতে হয়েছে!
প্রথমবার ধর্ষিত হবার পর মেয়েটি বিচার চেয়েছিল এ দেশের আদালতে,
আর সেটাই তার জন্য দ্বিতীয়বার ধর্ষনের কারন হয়ে গেল?
দ্বিতিয় এবং শেষবারের জন্য এবার ধর্ষিত হল সে, আর তারপর বুক আর পেটে ছুরির নিষ্ঠূর আসাযাওয়া তাকে পাঠিয়ে দিয়েছে ঠিক উপরে, যেখানে তার প্রিয় সৃষ্টিকর্তা থাকেন, তার সবচেয়ে বড় হেফাজতকারী থাকেন, তার অসীম ক্ষমতাধর উদ্ধারকর্তা থাকেন, সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক থাকেন…
সেখানকার আদালতেই এখন তার বিচার খুজে ফেরা।
তার এই সর্বনাশ কোন বর্গী এসে করে যায়নি, কোন উর্দিপরা ভীনদেশী মিলিটারি বাহিনীও না,
লাল সবুজের লজ্জা হয়ে শুয়ে থাকা ওর এই নিষ্টুর চলে যাওয়ার পেছনের মানুষগুলো স্বয়ং তার ই এলাকার ই জনপ্রতিনিধি। যাদের কাছে তার অন্যায়ের বিচার চাওয়ার কথা ছিল….
আমার আর লিখতে ইচ্ছে করছেনা, শব্দগুলো ডুবে যাচ্ছে ঘৃণায়…. ক্রোধে,…
ও হ্যা, তার এফোঁড়ওফোঁড় হয়ে যাওয়া দেহ পাহারারত আমাদের পুলিশ ভাইয়ারা কিন্তু এখনো অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারেননি….
মন খারাপ হল?
কি লাভ?
গড়তে হবে ঐক্য সকল অন্যায়ের বিরুদ্ধে।তা না হলে পরবর্তী শিকার তোমার আমার বোন।
নারীরা কি এরপরো ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ফেইসপাওডার মাখবেন? , আই লাইনারে চোখগুজে থাকবেন?
কিচ্ছু বলবেন না?
স্বাধীন দেশে আজ আমরাই সবচেয়ে বড় পরাধীন ..
আরো পড়ুন: