নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য বদরুল আলম শ্যামল ঢাকা থেকে বাড়ি আসার পথে মতলব চর পাথালীয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিশেষ প্রগ্রামে ঢাকা থেকে লক্ষ্মীপুরে আসার পথে ভোর ৫.৩০ ঘটিকার সময় চাঁদপুর মতলব চর পাথালীয়া নামক স্থানে দ্রুতগামী মালবাহী ট্রাক পাশথেকে চাপা দিলে শ্যামলের প্রাইভেট কার গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়, এতে করে বদরুল আলম শ্যামল মারত্মক আহত হয়, তার সাথ থাকা গাড়ির ড্রাইভার ও তার অফিস স্টাফ অপু সহ আহত ২ জন, আহত অবস্থায় স্থানীয়রা তাহাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করন। বর্তমানে বদরুল আলম শ্যামল উন্নত চিকিৎসা জন্য তিনি ঢাকা ট্রমা প্রাইভেট হাসপাতালপ ভর্তি আছেন। বদরুল আলম শ্যামলের দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। বদরুল আলম শ্যামল বর্তমানে লক্ষ্মীপুর জেলা পরিষদ ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য, এছাড়া ও শ্যামল একজন বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজ সেবক, অসহায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, চন্দ্রগঞ্জ যায়েদ (রাঃ) এতিম খানা হাফিজিয়া মাদ্রাসার প্রধান উপদেষ্টাসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আরো পড়ুন: