স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার!
ময়মনসিংহের ত্রিশালে আবু তাহের (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবু তাহের স্থানীয় আরজি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিলেন, গত শুক্রবার সে নিখুোঁজ হয় ।
আমিরাবাড়ির ইউনিয়নের কুর্শানগর গ্রামের খিরু নদীর পাশের জঙ্গল থেকে আজ বিকাল ৩ ঘটিকায় সময় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় । আবু তাহের হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে ।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের কুর্শানগর গ্রামে খিরু নদীর পাশের জঙ্গলে দুর্গন্ধ ছড়িয়ে গেলে এলাকাবাসী অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে তাকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: