সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ১ যুবকের মৃত্যু!
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
সানা উল্লাহ খানঃ
সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত যুবক হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াসিন মিয়া।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে রাজধানী রিয়াদের সোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত ইয়াসিন মিয়া একটি কোম্পানিতে পরিচ্ছন্নাতা কর্মীর কাজ করতেন ।
জানা গেছে, কাজ শেষে গাড়িতে করে বাসায় ফিরছিলেন। তার বহনকারী গাড়িটি সোলাই এলাকায় পৌঁছলে একটি লড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন ।
নিহতের লাশ বর্তমানে রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।