সৌদি আরবের মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছন বাংলাদেশি হাফেজরা।
সৌদি প্রবাসী কারি মুহাম্মদ রায়হান উদ্দীন আওয়ার ইসলামের কাছে প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাফেজে কুরআন সৌদিতে তারাবির ইমামতি করে লাল সবুজের পতাকা ও বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি করেছেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সৌদিতে প্রবাসী জীবনে আছি। এবার মনে ভিন্নরকম প্রশান্তি পাচ্ছি, বিভিন্ন সৌদি মসজিদে গিয়ে বাংলাদেশি হাফেজে কুরআনের কণ্ঠে কুরআন তেলোয়াত শুনে মন জুড়িয়ে যায়।
সৌদি আরবের জনমুখে পরিচিত মহলের কিছু মসজিদের তারাবি ও নামাজের ঈমামগণের নাম আওয়ার ইসলাম পাঠকদের জন্য তুলে ধরলাম। যারা দেশের বাইরে লাল সবুজের পতাকা উড্ডীন করে দেশের সুনামখ্যাতি বয়ে আনছে।
১. মাওলানা আব্দুল খালেক নিজামী, পিতা. জনাব সুলতান আহমদ, থানা: সদর থানা, জেলা: কক্সবাজার। তিনি তারাবির ইমামতি করছেন ফয়সালিয়া জামে মসজিদ দারুচ্ছালাম, তাহলিয়া রোড়, জেদ্দা, সৌদি আরব।
২. মাওলানা কারী রায়হান উদ্দীন, পিতা: জনাব নুর হুসাইন, থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম। তারাবির ইমাম মসজিদে আল ফারুক জেদ্দা, সৌদি আরব
আরো পড়ুন: