March 27, 2023, 7:24 am

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

সোনার_কন্যা_সোনার_আংটি

সোনার_কন্যা_সোনার_আংটি

রবিউল হোসাইন (সবুজ):

আমার বর সোনালী ব্যাংকের ব্যাংকার। স্যালারি কত পায় জানো???কোন ধারণা আছে??গাইস,, ঢাকা ইউনিভার্সিটির টপার আমার বর!! এখন সে প্রফেসর!! তার গাড়ি আছে, সেটা দিয়েই ত আমি অফিসে যাই।আমার হাত খরচ কত দেয় জানিস??
আমার শ্বশুর বাড়ি র চারটা গাড়ি। একটা আমি ব্যবহার করি।
আমার বর এমেরিকার জংগলে জব করে। কত টাকা বেতন পায় জানিস!!! আমার ত হুদা বিউটি র টোটাল সেট কিনলেও মাসের শেষে তোদেরকে খাওয়ানো র টাকা ব্যাগে কিলবিল করতে থাকে!! মাই গশ!!!
হ্যাঁ, আমার বর যা রাগী!! এম্নে আমাদের অনেক টাকা কিন্তু হিসেব করে খরচ করতে দেয়!!!

—-
আমরা ই সেই জাতি যারা বরের মেধা বিক্রি করা টাকা আর ফেম বিক্রি করে নিজেদের স্ট্যাটাস আর সোশাল ভ্যালুস বাড়াই।

যদি কোন মেয়েকে আলাদা জিজ্ঞেস করেন, তোমার বর ইউনিভার্সিটির টপার, টিচার বা ব্যাংকার, মোটা বেতন পায়,, তুমি কি করো???আর তুমি??
সে উত্তরে জানাবে, অনার্স পাশ করে চাকরির আবেদন করেছি,তার ওপর ভিত্তি এখন রান্নাঘর সামলাচ্ছি।
ভাইইইইই,, আসলেই!!!
যা তোমার না তা নিয়ে এত ক্যান?????
কেন তোমার তার পরিচয় নিয়ে তোমার পরিচয় দিতে হবে????
তোমার মেধা নাইই??? তোমার পড়াশুনা নাইই?? তোমার বাবা যেমন বিসিএস ক্যাডার খুঁজে তোমার জন্য তেমনি কোন বিসিএস ক্যাডারের মা অবশ্যই তার ছেলের জন্য সামান্য পাশ করা মেয়ে খুঁজবে না??? সে বিসিএসে রিজেকশন পেয়েছে বলে তুমি তাকে বাদ দিয়ে দিতেই পারো আর সে তোমাকে বাদ দিতে পারেনা?? খালি সুন্দর চেহারা দিলেই মেধা মূল্যহীন হয়ে যায়????

বিউটি উইথ ব্রেন -শব্দে আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী হুদা বিউটি তে অর্থাৎ খালি সৌন্দর্যে। পারসোনা আমাদেরকে ধারণা দিয়েই দিয়েছে, বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির চাইতে গুরুত্বপূর্ণ।
মেয়ে, না তুমি অবলা, না তুমি অর্থব। নিজের পরিচয় কেন বর দিয়ে শুরু করবা? নিজের পরিচয় টা নিজের কাজ দিয়েই করানো টাই বেশি সুন্দর না??? তোমার গান, তোমার রান্না, তোমার মেধা, তোমার রেজাল্ট, তোমার লেখা, তোমার মেকাপের সেন্স এগুলো দিয়ে তোমাকে বর্ণনা করা যেতে পারেনা??
যেন তোমার বর সবাইকে বলে উঠে, –
আরেহ এইই রাধুনি ত আমার স্ত্রী!! ভাইই, যা ভাল রান্না করেনা!!! আমি ত ভাই লাকি!!!!
আরেহ আমার বউ ত ডাক্তার!!! ভাইই ডাক্তারের বর বোঝেন ত!!!!
-এইই মেকাপ আর্টিস্ট আমার বউ,, এত ভাল সাজায়💙

বাঁ হাতের আংগুলে সোনার আংটি দেয়ার সময় মাথায় রেখো, সোনার আংটির মত বিশেষ গুণ আছে তোমার যার জন্য তোমাকে সোনার মত ধাতু-ব্যবহার করতে দেয়া হয়েছে❤
রত্নের হাতেই রত্ন মানায় 🙂
প্লিজ সোনার কন্যা হওও!!! সব কিছু সম্ভব!!!সব!!!

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১