“সে”
মেহেদী হাসান অনিক
মুখুশের আড়ালে থাকতো সে
দেখিনি কভু তারে চোখ ভরে।
চেয়েছি কত আমি দেখতে তারে
দক্ষিনের হাওয়ায়,দুচোখ জুড়ে।
থাকি আশায় কবে দেখবো তারে
খোলামুখে আমার মনের কিনারে।
সন্ধ্যার গোধূলি থাকবে সাথে
দেখতে তারে নানা অজুহাতে।
কখনো হাঁসি,কখনো বকা
এভাবেই হউক জীবন খাতা।
থাকবে তাতে জীবনের গান
শুধু শুধু করা রাগ,অভিমান।
সে তো রাতের আকাশে থাকা
শত শত তারার বাহার।
সে তো আমার মনে আঁকা
অদৃশ্য মায়ার পাহাড়।
সে হাসলে হাসে যে আকাশ
গান গায় কত শত পাখি।
তার ডাকে বয়ে যায় বাতাস
কাজলে মাখে মেঘের আঁখি