সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সিলেট মহানগর শাখার নিন্দা ও প্রতিবাদ।
বিবিসি বার্তা ডেস্কঃ
সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড কলাপাড়া তে সরকারি কোষ্ঠ হাসপাতাল এর মাঠ দখল করে কুখ্যাত জুয়াড়ি মোস্তাক বাহিনী তার দলবল নিয়ে তীরের বোর্ড ও বিভিন্ন ধরনের জুয়ার আসর বসে অত্র এলাকার যুব সমাজকে ধংসের পথে নিয়ে যাচ্ছে। পরিবেশবাদি সংগটন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি ইমন ইবনে সাম্রাজ এক প্রেস বিঙ্গপ্তির মাধ্যমে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারই সাথে প্রশাসনের নিকঠ উক্ত দোষীদের শাস্তির দাবি জানান তিনি।
আরো পড়ুন: