স্টাফ রিপোর্টারঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যার্তদের উদ্ধারে শুক্রবারই মাঠে নেমেছে সেনাবাহিনী। পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে পড়ায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও।
বুধবার কুমিল্লার লাকসাম থেকে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির লাকসাম প্রতিনিধি ও বিবিসিবার্তা২৪ এর প্রকাশক ও সম্পাদক এম এ কাদের অপু এর উদ্যোগে ৫০০ পরিবারকে শুকনো খাবার, ২০০টি মোবাইল চার্জার ও নগদ ৬৮,৩০০ টাকা দিয়ে সুনামগঞ্জবাসীর কাছে বুধবার (২২ই জুন) পৌছে দেওয়া হয়েছে।
সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে সারাদেশের মানুষকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আর্তি জানাচ্ছেন অনেকেই। দেশের ভয়াবহ এ বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে মানুষের অন্তরে। তারই ধারাবাহিকতায় থেমে নেই কুমিল্লার লাকসামের মানুষও।
বিভিন্ন জনের কাছ থেকে বিকাশ, নগদ ও ব্যাংক একাউন্টে এই অর্থ কালেকশন করে বন্যার্তদের পাশে দাড়াতে সাহায্য চেয়ে বিভিন্ন জনকে বলার পর পরই এই অর্থ আসা মাত্রই সুনামগঞ্জের বন্যার্তদের কাছে পাঠিয়ে দেন এই অনুদান।
এইদিকে সাংবাদিক এম এ কাদের অপু জানান, আমি খুবই অসুস্থ, আজকে ২৬ দিন আমি অসুস্থ হয়ে ডাক্তারের পরামর্শে বেডরেষ্টে আছি, এরই মধ্যে সুনামগঞ্জ ও সিলেটের অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে না পেরে আমার বন্ধুবান্ধবদের সাথে পরামর্শ করে মাত্র ২ দিনের মাথায় ১ লক্ষ ২৫ হাজার ৩ শত ২৫ টাকা সাহায্য পেয়েছি। সামান্য এই সহযোগিতা করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। যারা দেশে ও বিদেশ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আরো পড়ুন: