December 4, 2022, 7:38 pm

#
ব্রেকিং নিউজঃ
বরুড়ায় চাঁদা না দেয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা! আশংকাজনক অবস্থায় কুমেকে ভর্তি।নিউ মিলিনিয়াম স্টুডেন্টস কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বড় হরিপুর, বরুড়া, কুমিল্লা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।মুসলিম হেলফেনর ও সোশ্যাল এইড এর উদ্যোগে হতদরিদ্র ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন।সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রতিবন্ধী দিবসে প্রচেষ্টার র‌্যালী।ফুটবল যুদ্ধে ইরানকে হারিয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র।খালেদ বিন ওয়ালিদ আলবি ফুল ব্রাইট স্কলার্শীপে ইউনিভার্সিটি অব আরিজোনায় পড়বে।চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ কিশোর নিহত।চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনের প্রথম বর্ষপূতি উপলক্ষে জনসভা।লক্ষ্মীপুরে নিসচা ‘র প্রতিষ্ঠাবার্ষীকী পালিত ও উপহার বিতরণ।মহেশপুর শ্যামকুড়ে আন্তঃ সীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত।

সুচিত্রা — ভাইজান

        সুচিত্রা
     ভাইজান🌹

অগ্নির মাঝে নিজকে লগ্নি করে বিলীন হলেম তোমাতে;
সুচিত্রা তুমি কী জানো? তোমার লজ্জাবতী দু’টি চোখ-
মেঘবর্ণের কালো কেশ, ধনুকের নাসিকা, হীরের দন্ত-
মিষ্টি সুরের মাধুর্যতায় আমি হতবাক, আমি অবাক,

আমি সীমাহীন বাকরুদ্ধ !!

সুচিত্রা জানো তুমি? তোমার নীল শাড়ীতে আমি বন্দী;
আমার না আজকাল তোমার শাড়ী হতে মন চায়,
মন চায় তোমার অসাধারণ কালো কেশের খোঁপা হতে!
তুমিতো জানো সর্বকূলে আমি একা, ভীষণ একা,
তুমি ছাড়া কে আছে আমার বলো ??

সুচিত্রা জানো তুমি?

তোমার রূপালী চরণে আমি লগ্নি;
তাইতো আমি এইকাল, সেইকাল, মহাকাল ভ্রমণ করে-
বারেংবার নতুন আত্মায় নতুন ভাবে জন্ম নেবো।
এবং তোমাতে মিশে যাবো, হারিয়ে যাবো মহাকাশে!
খেলবো নিত্য নতুন প্রেমের খেলা, থাকবেনা কোন বাঁধা,
শুধু তুমি, আমি এবং যমুনার জল !!!

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১