সুচিত্রা
ভাইজান
অগ্নির মাঝে নিজকে লগ্নি করে বিলীন হলেম তোমাতে;
সুচিত্রা তুমি কী জানো? তোমার লজ্জাবতী দু’টি চোখ-
মেঘবর্ণের কালো কেশ, ধনুকের নাসিকা, হীরের দন্ত-
মিষ্টি সুরের মাধুর্যতায় আমি হতবাক, আমি অবাক,
আমি সীমাহীন বাকরুদ্ধ !!
সুচিত্রা জানো তুমি? তোমার নীল শাড়ীতে আমি বন্দী;
আমার না আজকাল তোমার শাড়ী হতে মন চায়,
মন চায় তোমার অসাধারণ কালো কেশের খোঁপা হতে!
তুমিতো জানো সর্বকূলে আমি একা, ভীষণ একা,
তুমি ছাড়া কে আছে আমার বলো ??
সুচিত্রা জানো তুমি?
তোমার রূপালী চরণে আমি লগ্নি;
তাইতো আমি এইকাল, সেইকাল, মহাকাল ভ্রমণ করে-
বারেংবার নতুন আত্মায় নতুন ভাবে জন্ম নেবো।
এবং তোমাতে মিশে যাবো, হারিয়ে যাবো মহাকাশে!
খেলবো নিত্য নতুন প্রেমের খেলা, থাকবেনা কোন বাঁধা,
শুধু তুমি, আমি এবং যমুনার জল !!!