“সুই নদী পুনঃখনন কাজের উদ্বোধন”
মোঃ মনজুরুল হাসান, নীলফামারীর (জলঢাকা) থেকে :
“শেখ হাসিনার ইনোভেশন ড্রেজিং করে নদী শাষন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় সুই নদীর পুনঃখনন কাজের প্রথম পর্যায়ে উদ্বোধন করলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব নাজিয়া শিরিন। ৪ কোটি ৮ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় ১২ কিঃমিঃ নদী পুনঃখনন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ মে) বিকেলে মিরগঞ্জ ইউনিয়নের পুর্ব শিমুলবাড়ী রাঙ্গামাটি ঈদগাহ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব নাজিয়া শিরিন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির হুকুম আলী খান, খুটামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ শামীম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। ঠিকাদারী প্রতিষ্ঠান জেভি টেক -বে ইন্টারন্যাশনাল এন্ড মেসার্স সাইকী বিল্ডার্স পুনখনন কাজ বাস্তবায়ন করছে।
আরো পড়ুন: