সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্যর অকাল মৃত্যু
মোঃ মনজুরুল হাসান ডিমলা উপজেলা প্রতিনিধি:
দেশ সেবার অতন্দ্র প্রত্যয় নিয়ে যখন চাকুরী নিয়েছিল, তখন কে জানিত যে অকালে মৃত্যু বরন করিতে হইবে? নীলফামারী জেলার ডিমলা উপজেলা ঠাকুরগঞ্জ বিওপি সদস্য নায়েক কামরুল ইসলাম (৩৬) তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বজ্রপাতে অকাল মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে অন্যান্য সদস্য সহ টহলদারিতে যান। এ সময় আকাশের ঘন ঘন চমকানিতে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন. কারণ চোরাকারবারীরা এই সুযোগে যাতে ভারতীয় গরু সহ অন্যান্য মালামাল নিয়ে আসতে না পারে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কামরুলকে মৃত্যুর কোলে ঢেলে দিল।
জানা গেছে, ৫১ বিজিবি’র বালাপাড়া কোম্পানির আওতাভুক্ত ঠাকুরগঞ্জ ক্যাম্পে কমরত অবস্থায় উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্তে ৭৯২ নং মেইন পিলারের পাশে ৫/৬ জন বিজিবি সদস্য নিয়মিত টহল কর্তব্য থাকাকালীন সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে আকাশে বিজলী চমকানোর সাথে বজ্রপাত ঘটে। আর বজ্রপাতের ঘটনায় নায়েক কামরুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং সিপাহী ইয়াছিন আলী আঘাতপ্রাপ্ত হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়া হয় এবং মৃত কামরুল ইসলামকে ডিমলা থানায় সুরতহাল রিপোর্ট শেষে একটি অপমৃত্যু মামলা করা হয় মর্মে ডিমলা থানা ওসি মফিজ উদ্দিন শেখ এই প্রতিবেদককে নিশ্চিত করেন।
এবিষয়ে ৫১ (বিজিবি’র) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে মৃত কামরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কুলাউড়া উপজেলার চর পাহাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি জানান, আমাদের সরকারী নিয়মনীতি শেষ করে তাঁর পরিবারের নিকট লাশ হস্থান্তর প্রক্রিয়া চলতেছে।