সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা র মেয়ে এবং দুই শিশু উপর হামলা করে জামাত শিবিরের ক্যাডার কাজী জাবেদ ও কাজী মাসুদ ইকবাল বাহিনী ।
বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ
সীতাকুণ্ডের ঘোড়ামারা জোড়াআমতল ইউনিয়ন কাজী বাড়ী এলাকায় গত ১৭ই জুন সোমবার আনুমানিক রাত ১২.৩০ ঘটিকায় সময় ঘুমন্ত অবস্থায় জামাত শিবির নেতাদের প্রভাব কাটিয়ে মৃত মুক্তিযোদ্ধা গুরা মিয়া’র কন্যা শাকি আক্তার (৩৫) এর বাড়িঘর ভাংচুর করে জিনিসপত্র, সোনা ও নগদ অর্থ লুটপাট করে তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে ঘরবাড়ি দখল করার চেষ্টা চালায়। জানা যায়, শাকি আক্তার এর স্বামী কাজী জাফর কে আগেও বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল । কাজী জাফর চট্টগ্রাম শহরে চাকুরী করে। তিনি জামাত শিবিরের ভয়ে নিজ বাড়িঘরে আসেত পারতো না। শাকি আক্তার তার দুই সন্তান ১। কাজী সাফায়ত হোসেন(৮) ও ২। কাজী জুনায়েত হোসেন(৬) কে নিয়ে একা বাড়ীতে থাকতো।
এই সুযোগে জামাতের আমির জাবেদ ইকবাল ও ক্যাডার আজম ঐ এলাকায় জামাত নেতাদের প্রভাব দেখিয়ে জাফরের বাড়িভিটার ভূয়া দলিলপত্র তৈরি করে বিএনপি-জামায়েত ক্ষমতায় থাকাকালীন । জাফর বাড়িতে না থাকা সুযোগে তার স্ত্রী ও দুই ছেলে উপর মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় ঘরবাড়ি ভাংচুর ও জিনিসপত্র লুটপাট করে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। তাদের চিৎকার চেচামেঁচির শব্দ শুনে পাশ্ববর্তী লোকজন বের হওয়াতে তারা পালিয়ে যায়।
পরেরদিন খবর পেয়ে শাকি আক্তারের স্বামী ও ভাই মোঃ কাউসার সীতাকুণ্ড থানায় গিয়ে আইনের আশ্রয় নেয়। স্থানীয় জামায়াতে প্রভাব কাটিয়ে ক্যাডার আজম শাকি আক্তার ও বাচ্চাদের উপর প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে থানায় যাওয়ার কারণে। জামাত শিবিরের ইকবাল ও আজম প্রতিনিয়ত শাকি আক্তারের স্বামী জাফর কে প্রাণ নাশের হুমকি দিয়ে এলাকায় যেতে দিচ্ছে না বলে জাফর আমাদের প্রতিনিধিকে জানান।
জাফর দীর্ঘদিন চট্টগ্রাম শহরে চাকুরী করে আসছে স্ত্রী-সন্ত্রানদের দেখতে যেতে পারেন না আজম বাহিনী র জন্য সেই একজন মুক্তিযোদ্ধার মেয়ে জামাই হিসাবে প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করে উক্ত জামায়েতে র ক্যাডার বাহিনীর হাত থেকে ঘরবাড়ী ও স্ত্রী – সন্তান রক্ষার আহবান জানান।