সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রান হারালো এক কলেজ ছাত্রী…….
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে মিনু আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ মর্মাত্নিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিনু আক্তার মহাদেবপুর গ্রামের নলুয়াপাড়ার এজাহার মিয়া সওদাগরের মেয়ে। সে সম্প্রতি সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
নিহতের ভাই আরিফ হোসেন জানান, মিনু দুপুর ১টার দিকে সীতাকুণ্ড সদর থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় নিজ বাড়ির দিকে যাচ্ছিল। তার রিক্সাটি সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশান এলাকা অতিক্রমের সময় তার গলায় থাকা ওড়না রিক্সার চাকায় পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে সে গাড়ি থেকে পড়ে যায়।
এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বলেন, দুপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।