জেলা প্রশাসক সিলেট, এম কাজী এমদাদুল ইসলাম সাহেব, ২১ মে ২০১৯ । ৭/২/১৪২৬ মমিনছরা চা বাগান প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বিভিন্ন অনুদান বিতরণ করেন। ১৯৯৬ সনে স্থাপিত এই স্কুলে বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী ইসহাক আলী, ডিজিএম, সিলেট পল্লী বিদ্যুত সমিতি ১। তাছাড়া স্কুল এর জন্য ৩৬ শতক ভূমি প্রদান এবং মমিনছরা চা বাগান কমিউনিটি ক্লিনিক এর জন্য ৮ শতক ভূমি প্রদান করেন। মমিনছরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী কার্যালয় এর ‘সমতলে খুদর নৃ গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন প্রকলেপর অনুদান এ ১) স্কুল ঘর সংস্কার করা হয়। স্কুলের নিওন নামফলক/সাইনবোর্ড বসানো হয়। শিশুদের জন্য দোলনা, স্লিপার স্থাপন করা হয়েছে। ২। ১৩৮ জন ছাত্র ছাত্রীকে এক সেট করে স্কুলের পোষাক জুতা মোজা, ১ টি করে ছাতা টিফিন বক্স পানির পট হাত দোয়ার লিকুইড সাবান বিতরণ করেন।
শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এর মধ্যে প্রত্যেক এর জন্য ১ টি করে ব্যাগ দেওয়া হয় । খেলনা ও সংকৃতিক সামগ্রী ও রয়েছে। ৩। ৫০,০০০ টাকার শিক্ষাবৃত্তি, ছাত্রদের জন্য বেঞ্চ ও শিক্ষকদের জন্য আসবাবপত্র প্রদান করা হয় । তাছাড়া কোমলমতি শিশুদের পুষ্টি ঘাটতি পূরণের জন্য মিড ডে মিল এর শুভ উদ্বোধন করেন এম কাজী এমদাদুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়েশা হক, উপজেলা নির্বাহী অফিসার ফেঞ্চুগঞ্জ, সিলেট।
উপস্থাপনা করেন শহীদুর রহমান প্রধান শিক্ষক ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগান এর পরিচালক মোসলেহ উদ্দিন খান, তাজ টি এন্ড কো: লি:, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এসডিজি এর গোল অর্জনে শিক্ষা অপরিহার্য। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সমতলে থাকা নৃ গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রদানকৃত এ অনুদান এর সফলতা অর্জন করতে সকল অভিভাবক শিক্ষক ছাত্র ছাত্রীদের বিদ্যালয় এ উপস্থিতি নিশ্চিত করতে হবে ।
আরো পড়ুন: