নিখিল বর্মন, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী কোচকুড়িলিয়া মাঠে মোট ৮ টিমের প্রথম দিনের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কোচকুড়িলিয়া বরেন্দ্র সংসদের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী কোচকুড়িলিয়া মাঠে উক্ত খেলার শুভ উদ্বোধন করা হয়। এসময় সাপাহার উপজেলা আ’লীগের সহ সভাপতি ও সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল বারী শাহ চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মোহাম্মদ আনিছুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুর রহমান, প্রচার সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ। উদ্বোধনী ম্যাচে সাপাহার বরেন্দ্র ক্লাব একাদশ ও করমুডাঙ্গা একাদশ অংশ গ্রহন করে।
আরো পড়ুন: