সাধারন সম্পাদক পদে সকল প্রার্থীর থেকে এগিয়ে মোঃ কারীমুল হাই নাঈম।
মোঃ ইকবাল হোসেন সোহাহঃ
১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল।
কারীমুল হাই নাঈম সাধারন সম্পাদক পদপ্রার্থী ৬ষ্ঠ কাউন্সিল -২০১৯,সহ সাংগঠনিক সম্পাদক সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটি,এসএসসি ব্যাচ -২০০০।
কারীমুল হাই নাঈম বিবিসি বার্তা কে বলেন আমি মামুনুর রশিদ মামুন আমার রাজনৈতিক সকল কিছুর একমাত্র মেন্টর,শফিউল বারী বাবু আমার অনুপ্রেরনা।
আমি রাজনৈতিকভাবে পদ পদবী প্রাপ্তির জন্য নিজের বেসিকের সাথে কখনই কম্প্রোমাইজ করিনি।আমি বিশ্বাস করি চরম দুর্বলতম মুহুর্তেও যারা নিজের বেসিককে ধারন করতে পারে,তারা সংগঠনকেও যথাযথভাবেই আগলে রাখতে পারে।
নেতৃত্ব কপালের উপরই নির্ভর করে। জানি না আল্লাহ আমার কপালে কি রেখেছেন।
তবে আমি বিনয়ী,প্রচারবিমূখ(৮ই ফেব্রুয়ারীতে গ্রেফতার হওয়া অন্যতম বীর সেনানী,অথচ অধিকাংশ মানুষই জানে না),সদালোপী,সজ্জন,পজিটিভ মানসিকতার মানুষ কমই দেখেছি।
এক মহাক্রান্তিকালে ১৪ই সেপ্টেম্বরের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।আমাদের সম্মানিত কাউন্সিলররা নেত্রী মুক্তির কঠিন আন্দোলনে আমার মত পজিটিভ ও সাহসী নেতাকে বেছে নেবে বলেই বিশ্বাস করি। প্রচারের আলো থেকে আমি নিজেকে গুটিয়ে রাখতে চেয়েও পারনি।সময়,সততা আর শ্রম ঠিকই আমাকে আজ সামনে নিয়ে এসেছে।
শফিউল বারী বাবু এর বিশ্বস্ত অনুজ, সততার পরীক্ষায় উত্তীর্ণ মামুনুর রশিদ মামুন এর একমাত্র আস্থাভাজন ও সমর্থনপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রার্থী আমি মোঃ কারীমুল হাই নাঈমকে সাধারন সম্পাদক হিসেবে পরিপূর্ণ সমর্থন প্রদান করে আমার জন্যে আপনাদের দোয়া ও সমর্থন চাই।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।
তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।