সাদুল্লাপুরে ইভটিজিংকারীর কারাদন্ড
———————–
ইভটিজিং করার অপরাধে সাদুল্লাপুর থানা এলাকার হামিন্দপুর গ্রামের জনৈক ফুল মিয়ার পুত্র মোঃ শামিম মিয়া (১৮) কে তিন মাসের কারাদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
উক্ত অভিযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথে প্রতিদিনই ছাত্রীদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি ও অশালীন কথাবার্তা বলে ডিস্টার্ব করতো।
প্রতিদিনের মতো আজও ১৪ মে, ২০১৯ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় সাদুল্লাপুর বড় ব্রীজের উপরে সে নবম শ্রেণির ছাত্রী (নাম প্রকাশ করা হলো না) কে স্কুলে যাবার পথে উত্যক্ত করলে উক্ত ছাত্রী সাদুল্রাপুর থানায় এসে জানালে তাৎক্ষনিকভাবে সাদুল্লাপুর থানা পুলিসের চৌকশ টিম উক্ত শামিমকে গ্রেফতার করে মোবাইল কোর্ট এর আওতায় নেয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট (মোবাইল কোর্ট) তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযুক্তকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।