২০১৭ সালের ১৭ই ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়।অধিভুক্তির ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও সাত কলেজের কার্যক্রম একেবারেই স্থবির হয়ে পরে,ফলে শিক্ষার্থীরা আন্দোলনে যেতে বাধ্য হয়। একাধিকবার মানববন্ধন ও তৎকালীন ভিসি বরাবর স্মারকলিপি দেয়ার পরও কোন কাজ না হওয়ায় ২০১৭ সালে ২০ ই জুলাই শাহবাগে মানববন্ধনের ডাক দেয় সাত কলেজের শিক্ষার্থীরা, সেখানে পুলিশের টিয়ারগ্যাসে চোখ হারায় তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিক। শাহবাগ থেকে আটক করা ১৯ জন শিক্ষার্থীকে যেখানে আমিও ছিলাম। আন্দোলনের ফলে তখন কার্যক্রম কিছু টা চালু হলেও কিছুূদিন পরও দেখা দেয় নানান জটিলতা এরই মধ্যে অনার্স ও ডিগ্রীর বেশ কয়েকটা সেশন, সেশনজটে পরে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয়ার পরও উল্লেখ যোগ্য কোন অগ্রগতি দেখা যায়নি। দীর্ঘ সময় পর পরীক্ষা শুরু হলে ফল প্রকাশের দীর্ঘ সূত্রতা আর ফলাফলে চরম বিপর্যয় দেখা দেয়। যেখানে শিকার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজেই অধিভুক্তির ব্যাপারে সিদ্ধান্ত দেয় সেখানে এমন ফলাফল বিপর্যয় আর ত্রুটিপূর্ণ ফলাফল হতাশ করেছে সবাইকে। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা অবস্থায় ফলাফলের দিক দিয়ে সবার উপরে অবস্থান ছিলো এই কলেজ গুলোর অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পর ফলাফলে নেমে আসে চরম বিপর্যয়।আবার ফলাফল প্রকাশে নেয়া হয় অধিক সময়, একটা সেশনের পরীক্ষা শেষ হওয়ার ৮/৯ মাস পরে রেজাল্ট সেখানে ভুলে ভরা আবার অনেক ক্ষেত্রে ১ বছরেরও বেশি সময় পরও পাওয়া যাচ্ছে না ফলাফল। এসব বিষয় গুলো বর্তমান ভিসি স্যারকে জানানোর পরও তেমন কিছুই হয়নি বরং ওনি বলেছেন যে কাজ চলছে। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে অসংখ্য বার দেখা করার পর আশ্বাসের বাণী ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। বর্তমানে সাত কলেজের প্রায় দেড় লাখ শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার দিকে। ত্রুটিপূর্ণ ফলাফল পুনঃনিরীক্ষার আবদেন করা হলে হলেও সেখানেও কোন পরিবর্তন দেখা যায়না বরং আবেদন করে টাকা অপচয় করা হয়। বর্তমানে প্রায় সকল সেশনই সেশনজট কিংবা দীর্ঘ সময় ধরে ফলাফলের অপেক্ষায় আছেন, এমন পরিস্থিতিতে হতাশায় পড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আশা করবো শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থে সাংবাদিক ভাই বোনেরা এই বিষয়টি কর্তপক্ষের নজরে আনবেন।
আবু হানিফ
শিক্ষার্থী কবি নজরুল সরকারি কলেজ
যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
আরো পড়ুন: