সাগর উত্তাল!
হাজী কাজী নজরুল ইসলাম।
সাগর উত্তাল আজি বসন্তের আবেগে–
ফেনি ধরেছে বিষের ফনা।
কূলের মানুষেরা আল্লাহর মসনদে সব-
করিতেছে আরাধনা।
হাওয়াই বালাতে জীবের জান মাল—
রক্ষায় করিছে মুনাজাত।
হে দয়াময় সকল জীবনের বিপদে–
বড়াও তব দয়ার হাত।
আসমানী বালা,জমিনী বালায় মোদের–
ক্ষমিও হাওয়াই বালা।
সকল মসিবত দূর করে আমাদেরকে–
সরাও যাতনার জ্বালা।