সাংবাদিক হুমায়ুন কবির মানিককে
স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা প্রদান
কুমিল্লা প্রতিনিধি
সাংবাদিকতায় অবদান রাখায় মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি, বিজয় টিভি ও ‘দৈনিক মানবজমিন’ এর প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির মানিককে সম্মাননা স্মারক প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউমিনিটি অর্গানাইজেশন।
২৪ আগস্ট শনিবার লাকসামে সংগঠনের কার্যালয়ে কার্যকরী কমিটির মাসিক সভায় সাংবাদিক মোঃ হুমায়ুন কবির মানিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৃষ্ঠপোষক মোঃ সুমন, সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী, সহ-সভাপতি ফরহাদ আলম, জহিরুল কাইয়ুম অনিক, কর্মসূচি বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম সুজন, জহিরুল কাইয়ুম ফিরোজ, ইকবাল মাহমুদ, ইয়াসির আরাফাত, রকিবুল হাসান শান্ত, শাহাদাত হোসেন জাহিদ, সদস্য মেহেদী হাসান রিমন, সজীব ভৌমিক, পারভেজ হোসেন, রিশাত আলী প্রমুখ।