মহিউদ্দিন সরকার।।
দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সাহিত্য সম্পাদক, সাপ্তাহিক পথিকৃত কুমিল্লার বার্তা সম্পাদক, দৈনিক সময়ের আলোর বরুড়া উপজেলা প্রতিনিধি এবং কুমিল্লা ভিশন টিভি’র স্টাফ রিপোর্টার আরিফ আজগরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার রাতে সংবাদ সংগ্রহের কাজে বরুড়া উপজেলার খাটলা হয়ে নলুয়া যাওয়ার পথে খাটলা সাকিনস্থ নলুয়া প্রাইমারী স্কুল রোডের ওপর পৌঁছলে ৪/৫ জন দুর্বৃত্ত তার পথ গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে হামলা চালায়। এ সময় তার সাথে থাকা ল্যাপটপ, ক্যামেরা ও ব্যাগ দুর্বৃত্তরা ছিনিয়ে নেয়। সাংবাদিক আরিফ আজগর জানায়, ব্যাগের ভিতর নিক্কন-ডি-৬৩০০ মডেল এর একটি ক্যামেরা, এসার ডুয়েল কোর আই মডেল এর ল্যাপটপ, কুমিল্লা ভিশন টিভি’র লগো সম্বলিত মাইক্রোফোনসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র ছিল। এ সময় এক দুর্বৃত্তকে চিনতে পেরেছে বলে জানিয়েছেন সাংবাদিক আরিফ আজগর। ঘটনার সময় শোর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং দুর্বৃত্তরা তার সাথে থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। চিহ্নিত ও অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে আরিফ আজগর বাদী হয়ে বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ুয়া বলেন, অভিযোগ দায়ের করার পর ঘটনাস্থল তদন্তের জন্য পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং দুর্বৃত্তদেরকে দ্রুত আইনের আ..
আরো পড়ুন: