পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোঃ জাবেদ পাটোয়ারী বলেছেন,সাংবাদিকরা তাদের পেশার প্রতি যতটা দায়িত্বশীল,পুলিশ যদি তাদের পেশার প্রতি ততটা দায়িত্বশীল হতো তাহলে অপরাধ দমনে আরও সফলতা আসতো। পুলিশের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করলে দেশ অপরাধ মুক্ত হবে। ৮ মার্চ ২০১৯ শুক্রবার কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ বাহিনীর উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোঃ জাবেদ পাটোয়ারী বিপিএম বার ও সিনিয়র সচিব। পরে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেন,নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহন করা হবে। এ সময় অত্র জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা জাবেদ ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান সহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপারগন এ সময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। পরে অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা। এর আগে কুমিল্লা পুলিশ লাইন্সে নবনির্মিত মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ সুপার মুন্সি কবিরউদ্দিন আহাম্মেদ ভবন এর উদ্বোধন এবং একটি আবাসিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন আইজিপি।
আরো পড়ুন: