সাংবাদিকতা মানে কি?
শের ই গুল
সেসব প্রশ্ন সম্পর্কে পরিষ্কার হতে প্রথমে আলোচনা করা যাক সাংবাদিকতা কী? সাংবাদিকতা শব্দটির ইংরেজি প্রতিরূপ হচ্ছে Journalism : ইংরেজি এই শব্দটি Journal এবং ism এ দুটি শব্দের সমন্বিত রূপ। জার্নাল মানে কোনো কিছু প্রকাশ করা (Publishing something) এবং ইজম মানে অনুশীলন বা চর্চা (Practice)। সাংবাদিকতা হচ্ছে এমন একটি অনুশীলন বা চর্চা কিংবা ছাঁচ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো ঘটনা বা তথ্য উদ্ঘাটন করা হয় এবং সেসব তথ্য রিপোর্ট কিংবা সংবাদ আকারে জনসাধারণের কাছে বস্তুনিষ্ঠভাবে জ্ঞাপনের জন্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। স্যার এরিক হজিনসের মতে, সাংবাদিকতা হচ্ছে কোনো সংবাদ মাধ্যমের সাহায্যে সঠিক ও পরিজ্ঞাত তথ্যাদি ছড়িয়ে দেওয়া, যেখানে সত্য পরিবেশিত হয় এবং কখনো কখনো তাৎক্ষণিকভাবে না হলেও এসব তথ্যের যথার্থতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। সাংবাদিকতার দর্শন হলো জনগণকে সেসব তথ্য জানানো যে তথ্যে সত্য নিহিত রয়েছে। ডেভিড ওয়েন রাইট বলেছেন,‘Journalism is information. It is communication. It is the events of the day distilled into a few .. . .. .. to satisfy human curiosity of the world that is always eager to know what’s news’. সাংবাদিকতা হচ্ছে চলমান জীবনের প্রতিচ্ছবির জ্ঞাপন যা, কখনো কখনো মৃন্ময় তবে বস্তুনিষ্ঠ। সাংবাদিকতা কোনো propaganda মেশিনারি বা উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা কোনো কিছু প্রচার-প্রকাশের কৌশল নয়। সাংবাদিকতায় তথ্য, সত্য ও গণজ্ঞাপন এ বিষয়গুলোই হচ্ছে মুখ্য। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীতে ঘটনা তো ঘটে অনেক কিন্তু সব ঘটনাই কি সংবাদ মাধ্যমে খবর বা তথ্য হয়ে উঠে আসে? নিশ্চয়ই না। কোনো ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ উপযোগী আইটেম অর্থাৎ খবর হতে হলে সে ঘটনার কিছু বৈশিষ্ট্যমণ্ডিত উপাদান থাকতে হয়, সাংবাদিকতা পেশার সবাই সেগুলো জানেন। আমাদের মনে রাখতে হবে, সাংবাদিকতা করতে গিয়ে একজন সাংবাদিকের মৌলিক কাজ হচ্ছে সংবাদ মূল রয়েছে এমন সব ঘটনা বা বিষয়ের তথ্য তুলে আনা এবং তা জ্ঞাপনের ব্যবস্থা করা। একজন সাংবাদিক কোনোভাবেই কোনো curranto maker বা চলতি ঘটনার সৃষ্টিকার নয়।
আরো পড়ুন: