সরকারী প্রাথমিক শিক্ষকদের কুমিল্লা জেলা শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ জানে আলম-
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার নগরীর নজরুল ইনস্টিটিউটে মতবিনিময় ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি ফয়জুন্নেছা সীমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল আউয়াল তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন নিবাহী সভাপতি মোঃ ওয়েছ আহম্মেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস, ভারপাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূইয়া।
মতবিনিময় ও আলোচনা সভার বিষয় বস্তু বৃত্তিক আলোচনা এবং শোকের মাস আগষ্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দসহ প্রমূখ উপস্থিত ছিলেন।