এই ক্ষণ, প্রতিক্ষণ
বেঁচে থেকো আজীবন
নিঃশ্বাসে বিশ্বাসে !!!
🌹 শুভ জন্মদিন Parul Begum আপু 🌹
ক্লান্ত দুপুরে উদাসী মনে তালপাতার পাখায় খুঁজে পাই তোমার ঐ হাতের স্পর্শ। খু্ঁজে পাই রূপসী বাংলার চির সবুজের মাঠে তোমার ঐ নিষ্পাপ হাসি। স্বা-আনন্দে গাঁয়ের নববধূ কলসি কোমরে গুণগুণ করে গান গাইতে গাইতে যাচ্ছে যমুনাতে। নীড়হারা পাখিরাও আজ নীড় খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ফিরছে আপন ঠিকানাতে। প্রকৃতির এই অবাক করা স্বরূপ দেখে আমি আকুলিত হয়ে প্রশ্ন করেছিলাম বসুন্ধরার কাছে! কি ঘটেছে আজ তোমার বুকে ???
জবাবে বসুন্ধরা আমায় বলিলো ওরে বোকা শাজান, আজ তোমাদের সবার প্রিয়, life is nice- গ্রুপের নিয়মিত সদস্যা, বিশিষ্ট সমাজ সেবিকা, অত্যান্ত ভালো মনের অধিকারিনী, লাকসামের মাটি ও মানুষের গর্ব এবং তোমার বড় বোন Canadian Parul Begum- এর আজ শুভ জন্মদিন !!! 🌹💘🌹💘🌹💘🌹💘🌹
সেনাবাহিনীকে অত্যাধিক শক্তিশালী করা দরকার,
আর্টিলারি অস্ত্র শস্ত্র আমদানি করো মাননীয় সরকার !!
—————– ধন্যবাদান্তে, ভাইজান 🌹
আরো পড়ুন: