March 23, 2023, 7:54 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

শুভ্রতা চাই

শুভ্রতা চাই
রাজিয়া শাহরিন


শুভ্রতা চাই একটু শুভ্রতা
আজ এই উষার বিকিরণে।
শুভ্রতা চাই আমি শুভ্রতা চাই
হঠাৎ করে আসা এই সময়ের ব্যবধানে।

শুভ্রতা চাই স্মৃতির পাতাতেও
যা হয়ে গেছে অতীত,
শুভ্রতা চাই করুণ সুরেতেও
যা গড়েছে বিষন্ন ভাঙা গীত।

শুভ্রতা চাই সকল নয়নে
শুভ্রতা চাই বিফল তপবনে,
শুভ্রতা চাই আমি শুভ্রতা চাই
করিতে মুক্ত লোহার শিকল,
ঢাকিতে জীবন পুষ্প আবরণে।

শুভ্রতা চাই অনেক অনেক শুভ্রতা
শুভ্রতা চাই এই শুকিয়ে যাওয়া প্রাণে,
শুভ্রতা চাই এই ঝিমিয়ে পড়া মনে
শুভ্রতা চাই আমি অনেক শুভ্রতা
নিজেকে জমিয়ে অন্যকে বাঁচাতে।

শুভ্রতা চাই আজ দুঃখের দারে
শুভ্রতা চাই সকল কানুনে,
শুভ্রতা চাই আজ এই নিঃস্বহৃদয়ে
শুভ্রতা চাই আমি অনেক শুভ্রতা
নিজেকে জ্বালিয়ে, অন্যকে আলোকিত করতে।

শুভ্রতা চাই বাঁচার জন্য
বিশুদ্ধতায় গড়ার জন্য মন,
শুভ্রতা চাই আমি অনেক খানি শুভ্রতা
আজ ভাঙতে দুখের সাতকাহন।

শুভ্রতা চাই একটু আলোকিত হবার জন্য
শুভ্রতা চাই সরলপথে হাঁটবার জন্য।
শুভ্রতা চাই শক্ত হাতে আগলে রাখার জন্য

সেই জীবন,
যাতে আসতে পারে না কখনও কালো মেঘ।
শুভ্রতা চাই প্রতিরোধ করার জন্য সেই সকল ঘাতককে যাদেরকে কল্পনাতেও ভাবা যায় না,
শুভ্রতা চাই লেখার জন্য, যে লেখা কখনও মুছে ফেলা যাবে না।

শুভ্রতা চাই অনেক খানি শুভ্রতা
শুভ্রতা চাই একটু হাসবার জন্য,
শুভ্রতা চাই আমি অনেক খানিক শুভ্রতা
নিজেকে সামলিয়ে, অন্যের হাসি রক্ষার জন্য।

শুভ্রতা চাই আমি শুভ্রতা চাই
সকল পাপ তাপ থেকে বাঁচতে চায় আমি।
শুভ্রতা চাই আজ ভাঙতে এই বাঁধার দুয়ার
শুভ্রতা চাই আমি, মুছে দিতে সকল যন্রণার।
শুভ্রতা চাই আমি দূর করতে এই অসময়
শুভ্রতা চাই আমি কখনও আনতে কিছু সুসময়।

শুভ্রতা চাই, মুছতে চাই এই অসীম আঁধার।
শুভ্রতা চাই শান্তির জন্য,
বিদিতে সব দূর্নিবার।

শুভ্রতা চাই আমি অনেকটা শুভ্রতা
আলোকিত হতেচাই তার আলোই,
জ্বলতে চাই আমি দ্বিতীয় উষায়,
কোনোএক ভোরে দেখতে চাই নিজেকে,
আমিও নীলেতে সূর্য।
অনেকটা দীপ্তি ভর করবে আমাতে
আমার আলোতে আলোকিত হবে চারিদিক,
সেদিন,,,,,,
অন্ধকার রাতটাও খুঁজবে আমায়
শুভ্রতা চাই আমি শুভ্রতা শুধু তোমায়,,,,,,,
((((((((((((২ মে ২০১৯))))))))))))) R.Shahrin.

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১