-
- Feature, অপরাধ, অর্থনীতি, আদালত
- শিবগঞ্জে ৩০০ বস্তা চোরাই ফিডসহ আটক ২
- আপডেট: September, 27, 2019, 8:58 pm
- 444 View
শিবগঞ্জে ৩০০ বস্তা চোরাই ফিডসহ আটক ২
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
২৬ সেপ্টেম্বর সকালে বগুড়ার শিবগঞ্জে পিরবে মেসার্স রিয়া এন্ড মোমিন ট্রেডার্সের মালিক রহমান আলীর গোডাউন থেকে ৩০০ বস্তা মাছ মুরগী ও গরুর চোরাই ফিড আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। জানা যায় গাজীপুর জেলার শ্রীপুর থানার রাব্বী ট্রান্সপোর্ট ফিড কোম্পানীর মালিক সিরাজুল ইসলাম, শেরপুর থানার ট্রাক ড্রাইভার মোস্তফার মাধ্যমে বগুড়ার বনানীতে উক্ত ফিড পৌছে দেওয়া কথা থাকলেও ট্রাক চালক বগুড়ার শিবগঞ্জের পিরবে মেসার্স রিয়া এন্ড মোমিন ট্রেডার্সের মালিক রহমান আলীর নিকট কম মূল্যে তা বিক্রয় করে। ২৬ সেপ্টেম্বর গাজীপুর জেলার শ্রীপুর থানার এস আই শহিদুল ইসলাম বিপিএম এর নেতৃত্বে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের দিক নির্দেশনা ও সহযোগীতায় এস আই আবু সাইদ উক্ত মালামাল ট্রাক চালক ও মেসার্স রিয়া এন্ড মোমিন ট্রেডার্সের মালিক রহমান সহ ২জনকে আটক করে।এ ব্যাপারে শ্রীপুর থানায় ফিডের মালিক সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন গ্রেফতার কৃত ট্রাক চালক মোস্তাফার স্বীকারোক্তিতে শিবগঞ্জের পিরব হতে উক্ত মালামাল শিবগঞ্জ থানা পুলিশের সহয়তায় উদ্ধার করা হয়।
আরো পড়ুন: