“শাহ্ মাহামুদপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতার মা ক্যানসারে আক্রান্ত,প্রাধানমন্ত্রীর কাছে সাহায্য অবেদন “
রিয়াজ শাওনঃ
বাংলাদেশ ছাত্রলীগ এর চাঁদপুর সদর উপজেলার। ৪ নং শাহ্ মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার ৬ নং ওয়াড ভাটেঁরগাও ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ খান (১৮)এর মা মিসেস খুশি বেগম(৫০) দীর্ঘদিন ধরে মরনব্যধি ক্যানসারে আক্রান্ত। পরিবার সূত্র যানা যায়,পরিবারিক ভাবে দীর্ঘদিন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা করিয়েছে এবং কয়েক দফা ঢাকাতে নিয়ে চিকিৎসা করিয়েছে। কিন্তু পারিবারিক অর্থ সংকটের করনে ভালো মানের উন্নত চিকিৎসার দিতে পারেনি পরিবারটি। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে পড়েছে। এইদিকে অর্থিক ভাবে অসচ্ছল পরিবারটি মায়ের চিকিৎসার অর্থ ব্যবস্থা করতে অনেক ঋণের করতে হয়েছে। ঋণ, মায়ের চিকিৎসার ব্যায় অন্য দিকে পরিবারিক ব্যায় মিটাতে পরিবারটি এখানে মারাত্মক অর্থ সংকটে ভোগছে। এই অবস্থায় মাকে বাঁচতে সমাজের বত্তশালীদের কাছে সাহায্য অবেদন করছে ৬নং ওয়ার্ড ছাত্রলীগে এর সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ খান। তার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ” মা দীর্ঘদিন অসুস্থ, আমাদের যত টাকা পয়সা ছিলো সব শেষ এইদিকে অনেক ঋণও আছে। মাকে বাঁচতে প্রধানমন্ত্রী কাছে সাহায্য অবেদন করছি। সাহায্যে ও যে কোন তথ্য যানতে যোগাযোগ করুন। 01746965449 ( ইউচুফ খান)