September 24, 2021, 6:39 am

#

শাহরাস্তিতে বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবোর্ধনা।

সিদ্দিকুর রহমান নয়ন: ৯ বছর পূর্তি উপলক্ষে শাহরাস্তিতে কৃতি শিক্ষার্থীদের সংবোর্ধনা দিয়েছে স্বনামধন্য সামাজিক সংগঠন বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশন। ৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টায় উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্টিত হয়। সংগঠনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেনের সঞ্চালনায় ও সংগঠনের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন, জয়েন্ট স্টক কোম্পানির উপ-রেজিস্টার মোঃ আবদুল মান্নান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিপ্তরের সাবেক হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জামাল আহমেদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান ডাঃ সুলতান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাফাজ্জল হায়দার নাঈম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোমিন, বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, বিজয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান, সমাজ সেবক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ রফিুল ইসলাম, রায়হান মোগল, হাটপাড় শহীদ সিদ্দীক সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. মোঃ বাদরুদ্দোজা পাটোয়ারী ফারুক, রায়শ্রী দক্ষিন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহবুব আলম, সংগঠনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন ও তোফায়েল আহাম্মেদ তফু, পরিচালক হাসান আহমেদ, সহকারী পরিচালক মোতাহের হোসেন মাস্টারসহ আরও অনেকে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তৃণমূলে অসহায় ও মেধাবি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন একটি সংগঠন হলো বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশন। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও আর্থিক সহযোগিতা করে অভিভাবক এবং শিক্ষার্থীদের উৎসায়িত করা হয়েছে। এতে সামাজিক উন্নয়নে নিদারুন ভূমিকা পালন করায় সংগঠনের সকলকে সাধুবাদ জানান তিনি।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০