মোহাম্মদ জানে আলমঃ
শান্তির আলো চড়িয়ে পড়ুক প্রতিদিনই প্রত্যেকটি সমাজ পরিবার ও পরিবারের সদস্যদের মাঝে তথাপি সারা বাংলায়। এই শ্লোগানটি সামনে রেখে ২০১৬ইং থেকে পথ চলা “শান্তির আলো প্রতিদিন” সংগঠন। প্রতিবছরের ন্যায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভ অনুষ্ঠিত হয়।
শান্তির আলো প্রতিদিন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ হিলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু ইউসুফ কোম্পানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ মৎস্য খামার এন্ড লেয়ার ফার্মের প্রোপাইটর মোঃ বাছির উদ্দিন, আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মামুন মজুমদার।
আরো উপস্থিত ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন, হারুন অর রশিদ, হুমায়ুন কবির বাবলু, মোঃ ফারুক, রুহুল আমিন, হাজী মোহাম্মদ, রাকিব হোসেন ইউসুফ, আব্দুল মতিন, মোঃ ওহাবসহ প্রমূখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন আমরা সামাজিক জীব, একে অপরের সাথে ভ্রাতৃত্বপূর্ণ আচরণের মাধ্যমে সমাজে শান্তির আলো চড়িয়ে দেওয়া সম্ভব। আমরা এমন আচরণ করবো, যেন মৃত্যুর পরেও জীবিত থাকতে পারি। এতে সমাজে থাকবে না কোন রাহাজানি, হানাহানি, মারামারি কিংবা অরাজকতা। আজকে সামাজিক সংগঠন শান্তির আলো প্রতিদিন-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বার্তা পৌঁছাতে চাই যে- “জন্ম হোক যেতায় সেতায়, কর্ম হোক ভালো”। তাহলেই সমাজে শান্তির আভাসের বেষ্টনী তৈরী হবে।
অতঃপর আমরা “শান্তির আলো প্রতিদিন” সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
আলোচনা শেষে মোঃ মহিন উদ্দিন পন্ডিতের সার্বিক তত্বাবধানে গরিব দুঃখী ও শীতার্তদের মাঝ কম্বল বিতরণ করা হয়।