লালমাই প্রেস ক্লাবের পূজা মন্ডপ পরিদর্শন
নিউজ ডেস্কঃ
গতকাল কুমিল্লায় লালমাই উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন। এবছর উপজেলার ১৫টি মন্ডপে পূজা উদযাপন হচ্ছে। লালমাই প্রেস ক্লাব সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার এর উপস্থিতিতে আলীশ্বর সিদ্ধেশ্বরী কালীবাড়ী পূজা মন্ডপে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা যুবলীগ আহবায়ক আবদুল মোতালেব হোসেন, পেরুল উত্তর আওয়ামী লীগের সহ- সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন মজুমদার দুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, যুবলীগ নেতা এড. জাহাঙ্গীর আলম, সঞ্জয় শর্মা, আবদুর রহমান, দীলিপ সিংহ মেম্বার, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, ধর্ম সম্পাদক আবদুল মতিন, সুজিত সিংহ, সেলিম, শামীম ও অজয় সিংহ সহ এলাকার বিশিষ্টজন। জগতপুর গৌর নিতাই আশ্রম পূজা মন্ডপে কৌতুক, সংগীত অনুষ্ঠান পূজার আনন্দ আরও বাড়িয়ে তোলে। লালমাই প্রেস ক্লাব সভাপতি তার বক্তব্যে আগত ভক্তদের পূজার শুভেচ্ছা জানান শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, তার সুদৃঢ় নেতৃত্বের কারণে সকলেই আজ শান্তিপূর্ণ ভাবে পূজা সহ সকল অনুষ্ঠান করতে পারছে। আগামী দিনগুলোতে আমরা সবাই এক হয়ে সকল অনুষ্ঠান করবো।
আরো পড়ুন: