লালমাই উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন।
নিউজ ডেক্সঃ
কুমিল্লা জেলার ১৭তম নবগঠিত লালমাই উপজেলার ক্ষমতাসীন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সৃষ্টির পর এই প্রথম কোন রাজনৈতিক দলের কমিটি গঠন করা হয়। এই নিয়ে উপজেলার মোট ৯টি ইউনিয়নের ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। অদ্য ৭ সেপ্টেম্বর শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয় বাগমারা বাজারে,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বি কম এর সভাপতিত্বে কমিটি গঠনকল্পে মতবিনিময় সভায় আবদুল হামিদ,বি এ কে লালমাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কল্যাণ মিত্র সিংহ রতন কে সাধারণ সম্পাদক করে ১০১ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, লালমাই প্রেস ক্লাব সভাপতি ড. মুহাম্মদ শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাগমারা উত্তর আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম,বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুর রহমান ছলু, এড. তৌহিদুল রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক, সদর দক্ষিণ উপজেলা যুবলীগ আহবায়ক আবদুল মোতালেব, এড. জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মাহাবুব মোর্শেদ, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আয়াতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আক্তার পারভেজ,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরো পড়ুন: