লালমাই উপজেলায় জামতলীতে আক্তার পারভেজ এর ব্যবসা প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন
ডেস্ক রিপোর্ট
গতকাল শুক্রবার লালমাই উপজেলায় জামতলীতে আক্তার পারভেজ এর ব্যবসা প্রতিষ্ঠান নাবহান ট্রেডার্স এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা মোস্তফা মাহমুদীর দোয়া মাহফিল পরিচালনায় ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আক্তার পারভেজ এর সার্বিক তত্বাবধানে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লালামাই উপজেলার চেয়ারম্যান আবদুল মালেক বিকম।
এ সময় মাননীয় অর্থমন্রী একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, লালমাই উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার এবং লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, সদর দক্ষিণ ও লালমাই উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক মো: আয়াতুল্লাহ ও যুগ্ন আহ্বায়ক কাজী কামরুল হাসান ভুট্রো, লালমাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন অপু, ধর্ম বিয়ষক সম্পাদক মো:আবদুল মতিন ও সহ-শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো: নাসির উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।